কোন অপরাধী আওয়ামী লীগের সদস্য হতে পারবে না ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নারী সমাজ ও নতুন (তরুণ) ভোটার আমাদের টার্গেট। প্রতিটি ঘরে ঘরে গিয়ে শিক্ষিত, সৎ ও ভালো মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রে বিশ্বাসী, বঙ্গবন্ধুকে ভালোবাসেন এমন মানুষদের আওয়ামী লীগের সদস্য মনোনয়ন করবেন। তবে চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, দালাল, সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, খুনী, দখলদার ও স্বাধীনতা বিরোধী অপশক্তি আওয়ামী লীগের সদস্য মনোনয়ন করা যাবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি ও টেন্ডারবাজিতে জড়িতরাও আওয়ামী লীগে আসতে পারবে না। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Commentaires