আওয়ামী লীগের দুই নেতা নেত্রীর বিবাহ বার্ষিকী আজ।




গ্রামের দুরন্ত চঞ্চল ছেলেটা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রাখতো এলাকাতে। ছেলেটা যখন স্কুলে পড়তো তখন থেকেই সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিল, এবং যখন বঙ্গবন্ধু কলেজে ভর্তি হল তখন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেছিল এবং তার রাজনীতির সূচনা বাংলাদেশ ছাত্রলীগ।একই গ্রামের মেয়ে অন্ত রহমান ইতি চৌধুরী। অন্ত রহমান ইতি চৌধুরী লাজুক মেয়েটার ইচ্ছে ছিল যে সামাজিক কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখবে। দুরন্ত ছেলেটার নাম শফিকুর রহমান চৌধুরী টুটুল। শফিকুর রহমান চৌধুরী টুটুল এবং অন্ত রহমান ইতির মধ্যে মনের মিল ছিল অনেক। অন্ত রহমান ইতি চৌধরী এখন বাংলাদেশ যুব মহিলালীগের সহ সম্পাদিকা, আর টুটুল চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন প্রাপ্ত গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান। এই আওয়ামী লীগ পরিবারের বিবাহবার্ষিকীতে গোপালগঞ্জ সকল আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে।

Commentaires