প্রধানমন্ত্রীর নিকট আইসিটির দুইটি পদক হাস্তান্তর ।


প্রধানমন্ত্রীর নিকট আইসিটির দুইটি পদক হাস্তান্তর  ।
তাইওয়ানের তাইপের’তে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তি শিল্প-বিষয়ক শীর্ষ সংগঠন Asian Oceanian Computing Organization (ASOCIO) এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কে ‘ASOCIO 2017 ICT Education Award 2017’ এবং ই-বাণিজ্য নীতিমারা ও কার্যক্রম সয়হায়তা ও উন্নয়নে নেতৃত্বদানকারী স্বনামধন্য প্রতিষ্ঠান Asia Pacific Council for Trade Facilitaion and Electronic Business (AFACT) এর পক্ষ থেকে বিসিসি’র বাস্তাবায়িত Nantional ICT Network for Bangladesh Government (ইনফো সরকার) প্রকল্পেন জন্য প্রাপ্ত ‘2017 eAsia Award সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সচিব পুরস্কার দুইটি হস্তান্তর করেন।

Commentaires