মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। সেপ্টেম্বরেই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে আর আবহাওয়া বৈরি না হলে ডিসেম্বরেই উৎক্ষেপিত হবে বাংলাদেশের স্যাটেলাইট।
গাজীপুর স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের কাজের অগ্রগতি দেখতে গিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব কথা জানিয়েছেন।
নিজেদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে বাংলাদেশ। ফ্রান্সে স্যাটেলাইটের নির্মাণ কাজের অগ্রগতি যেমন হয়েছে তেমনি গাজিপুরে স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের কাজও প্রায় শেষ পর্যায়ে। সৌন্দর্য বর্ধনের কাজটুকু বাদ দিলে সম্পন্ন হয়েছে কারিগরিসহ বাকি অংশটুকুর কাজ।

Commentaires
Publier un commentaire