ময়মনসিং ৩ আসনের জনসাধারনের ভালবাসার নাম নাজনীন আলম।



ময়মনসিং ৩ গৌরপুর আসনের নেত্রী নাজনীন আলম একজন গরীবের বন্ধু, সাধারণ  মনুষের বন্ধু এবং জনসাধারণের ভালবাসার নাম নাজনীন আলম। গৌরপুরের জনগণের প্রত্যাশা নাজনীন আলম কে আওয়ামী লীগ নমিনেশন দিবে। এবং গৌরপুরের জনগণ জননেত্রী শেখ হাসিনার কাছে এ দাবি করেন গৌরপুরে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নাজনীন আলম অসাধারণ ভাবে কাজ করে যাবে---। এবং নাজনীন আলম এর স্বামী ফেরদৌস আলম তিনিও একজন মুজিব আদর্শের সৈনিক। তিনি বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাবেক সাধারন সম্পাদক, বর্তমান সহ-সভাপতি, এজন্য গৌরুপুর জনগণের প্রত্যাশা নাজনীন আলম কে আওয়ামীলীগের নমিনেশন দিতে হবে।
নাজনীন আলম তার ফেসবুকে কিছু প্রত্যাশিত কথা লিখেছেন কথাগুলো হল:
১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাসীদের মধ্যে---

১। যদি নির্বাচিত প্রতিনিধি না হয়েও এলাকাবাসী ও গৌরীপুর আওয়ামীলীগের জন্য আমাদের (স্বামী-স্ত্রী) অবদান অন্যদের চেয়ে কম না হয়ে থাকে;

২। যদি  আমরা (স্বামী/স্ত্রী) জনতার মঞ্চসহ ৯৬ এর সংসদ নির্বাচন পূর্ববর্তী আন্দোলনে অংশ নিয়ে থাকি, ২০০১ এ নৌকার পক্ষে কাজ করায় প্রাণনাশের হুমকীতে বাসা বাড়ী ছাড়তে বাধ্য হয়ে থাকি, গ্রেনেড হামলায় আহত (ফেরদৌস আলম) হওয়াসহ ২০০১-২০০৮ দু:সময়ে  রাজপথে থেকে থাকি  এবং লগি-বৈঠার আন্দোলনে অংশ নিয়ে থাকি;

৩। যদি বিভিন্ন মিডিয়ায় অন্যদের চেয়ে আমার জনপ্রিয়তার কথা কম লিখা না হয়ে থাকে ;

৪। যদি বিজয় বঞ্চিত ও অত্যাচারিত হয়ে থাকি এবং নেত্রীর নির্দেশ মেনে জেতা নির্বাচন ছেড়ে দিয়ে থাকি;

৫। যদি আমার পক্ষে তৃণমূল নেতাকর্মী, সাধারণ জনগণ ও নারীদের সিমপ্যাথী ভোট ব্যাংক থাকে এবং গৌরীপুরে আমার জনমত অন্যদের চেয়ে বেশী থাকে;

৬। নারী হওয়ার কারণে এলাকার উন্নয়ন ও কর্মসংস্হান সৃষ্টিতে অন্য প্রার্থীদের চেয়ে যদি আমার সুযোগ/সম্ভাবনা বেশী মনে হয়;

৭। যদি আমি বিজয়ী হলে এলাকায় খুন-সন্ত্রাস-চাঁদাবাজী, মাদকাসক্তি-মাদক ব্যবসা, চুরি-চামারী-লুটপাট ও দূর্নীতি-অনিয়ম কমার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশী থাকে;

৮। যদি আমার সন্তানাদি, ভাই-ভাতিজা এবং পরিবারের সদস্যদের কারণে ভবিষ্যত গৌরীপুরকে  রাজনৈতিক ও সামাজিকভাবে অনিরাপদ মনে না হয়;

৯। যদি নেতা কর্মী ও জনগনের পক্ষে থাকায় অত্যাচার নির্যাতনের শিকার হয়ে থাকি এবং জনপ্রিয় ও সাহসী নারীদের প্রতি দেশরত্ন শেখ হাসিনার আলাদা মূল্যায়ন থাকে; এবং

১০। যদি আমাকে নৌকা দিলে দলীয় অন্যদের চেয়ে বেশী ভোট টানার সম্ভাবনাসহ বিপুল বিজয় নিশ্চিত মনে হয়---

কেবল তাহলেই-
ভবিষ্যত প্রজন্মের স্বার্থে মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত-সমৃদ্ধ-স্হিতিশীল-নিরাপদ এবং শান্তিময় গৌরীপুর গড়তে ......

নৌকা প্রতীকটা আমার চাই; এবং
সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু
                              -----------নাজনীন আলম

Commentaires